আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4950

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম,আমি একজন নতুন practesing muslim । পরিবার এর সবাই খুব বড় বড় নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ছে,তো আমার বাবা মারও আমাকে নিয়ে খুব বড় স্বপ্ন যে আমাকে হলিক্রস এ পড়াবেন। কিন্তু আমার জানা মতে সেই কলেজ এর কলেজ ড্রেস এ ক্রুস( খ্রিষ্টানদের ধর্মীয় প্রতীক) ছবি ব্যবহার করা হয়। এখন এই প্রতিষ্ঠান এ পড়া কি আমার জন্য জায়েজ হবে? আমি বাবা মা কে অনেক বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু তারা তাতে মানছেন না।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, খৃষ্টান ধর্মের কোন প্রতীক সম্বলিত পোশাক পরা বাধ্যতামূলক এমন কোন প্রতিষ্ঠানে পড়া জায়েজ হবে না। ইসলাম ধর্মীয় সকল বিধি-বিধান পরিপূর্ণ অনুসরণ করা যাবে, এমন কোন প্রতিষ্ঠানেই কেবল ভর্তি হবেন। আপনি কৌশলে আপনার পিতা-মাতাকে বলুন, একই মানের অন্য স্কুলে তারা যেন আপনাকে ভর্তি করান।