আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4949

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 আগস্ট 2019

প্রশ্ন

আমার বয়স ২৪। আমি আনার্স ৪র্থ বর্ষের ছাত্র । আমার বাবার উপার্জন যদি হালাল না হয় তাহলে কি আমি আমার বাবার উপার্জনে খেতে পরতে পারব?

উত্তর

আয়ের অধিকাংশ যদি হারাম হয় তাহলে তাহলে পিতার উপার্জন বালেগ সন্তান খেতে পারবেন কি না, এই মাসআলায় আলেমদের মাঝে কিছুটা মতভেদ আছে। আলেমদের একটা বড় অংশ হারাম বলেছেন, অনেকে মাকরুহ বলেছেন, শায়েখ উসায়মিন ও শায়খ বিন বাজসহ অনেকেই জায়েজ বলেছেন। মোটের উপর যদি আপনার আয়ের কোন সুযোগ থাকে তাহলে নিজের ইনকাম নিজে খাবেন, বর্তমানে আয়ের অনেক পথ আছে, সুতরাং আপনার উচিৎ একটি কাজে যোগ দেওয়া । আর যদি একান্ত বাধ্য হয়ে পিতার উপার্জন খান তাহলে ভিন্ন কথা। https://www.islamweb.net/ar/fatwa/6880/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%84%D8%A3%D9%83%D9%84-%D9%85%D9%86-%D8%B7%D8%B9%D8%A7%D9%85-%D8%A5%D9%86%D8%B3%D8%A7%D9%86-%D9%83%D9%84-%D9%85%D8%A7%D9%84%D9%87-%D8%A3%D9%88-%D9%85%D8%B9%D8%B8%D9%85%D9%87-%D9%85%D9%86-%D9%83%D8%B3%D8%A8-%D8%AD%D8%B1%D8%A7%D9%85 https://islamqa.info/ar/answers/45018/%D9%87%D9%84-%D9%8A%D8%A7%D8%AE%D8%B0-%D9%85%D9%86-%D9%85%D8%A7%D9%84-%D8%A7%D8%A8%D9%8A%D9%87-%D8%A7%D9%84%D8%B0%D9%8A-%D8%A7%D9%83%D8%AA%D8%B3%D8%A8%D9%87-%D9%85%D9%86-%D8%A7%D9%84%D8%AD%D8%B1%D8%A7%D9%85 https://binbaz.org.sa/fatwas/26928/%D8%AD%D9%83%D9%85-%D8%A7%D9%83%D9%84-%D8%A7%D9%84%D8%A7%D9%88%D9%84%D8%A7%D8%AF-%D9%85%D9%86-%D8%A7%D9%85%D9%88%D8%A7%D9%84-%D9%88%D8%A7%D9%84%D8%AF%D9%87%D9%85-%D8%A7%D9%84%D8%AA%D9%8A-%D9%87%D9%8A-%D9%85%D8%AE%D8%AA%D9%84%D8%B7%D8%A9-%D8%A8%D8%A7%D9%84%D8%AD%D8%B1%D8%A7%D9%85?__cf_chl_managed_tk__=pmd_e1b2c5d4f1cdb46ce37e68497881cc5d13e99356-1626578864-0-gqNtZGzNBDijcnBszQiO