আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4940

হালাল হারাম

প্রকাশকাল: 9 আগস্ট 2019

প্রশ্ন

আমার ভাই সোনালী ব্যাংকে চাকরি করে। আমি জানি সোনালী ব্যাংকে সুদ এর কাজ চলে। এখন আমরা প্রশ্ন হলো, ভাইয়ার ইনকামের টাকায় আমরা যা খাব বা ব্যবহার করবো তা কতটুকু সঠিক। আর এছাড়া আমাদের কোন উপায় নাই। বিস্তারিত জানালে ভালো হতো।

উত্তর

ভাইয়ের ইনকামের টাকা একেবারই সঠিক না। সুদভিত্তিক ব্যাংকে চাকুরী করা জায়েজ নেই। আপনাদের উপায় হলো, যে কোন একটি হালাল কর্মের সন্ধান করা, হালাল কাজের অভাব নেই, হয়তো ইনকাম কম হবে, নিম্নমানের কাজ হবে, তবে উপায় নেই এটা সম্পূর্ণ অবাস্তবও ভিত্তিহীন কথা। বাংলাদেশের কয়টা মানুষ ব্যাংকে চাকুরী করে? তাদের কি রিযেকের ব্যবস্থা আল্লাহ করছে না? সুতরাং আপনাদের জন্য আবশ্যক হলো বসে না থেকে হালাল ইনকাম করা।