আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4938

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 আগস্ট 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। হুজুর আমি মনে হয় নষ্ট হয়ে যাচ্ছি। সারাদিন বসেই থাকি অথচ পড়াশোনা করি না। হুজুর আমি প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছি ইদানিং নেশায় আসক্ত হয়েছি। যদিও জাতীয়তে অনার্স শেষ বর্ষের ছাত্র আমি, নিজেরে শূন্য মনে হয় খুব হতাশায় ভূগছি। আমি কি করবো বুঝতেছি না। আল্লাহর ওয়াস্তে করনীয় বলে দিবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি আপনার এলকার একজন দ্বীনদার মানুষের সাহচার্য গ্রহন করুন। সে আপনাদের স্থানীয় কোন ইমাম সাহেবও হতে পারে। তার কাছে কুরআন- হাদীস ও অন্যান্য ধর্মীয় বিষয়ে পড়াশোনা করুন। রুটিন অনুযায়ী আপনার ক্লাসের পড়াশোনাও শুরু করুন। ৫ ওয়াক্ত নামায মসজিদে আদায় করুন। নামাযের পর সুন্নাত দুআও জিকিরগুলো নিয়মিত পাঠ করুন। তবে সব কিছুই করবেন, ঐ দ্বীনদার ব্যক্তির রুটিন অনযায়ী। অবসর সময় ঐ ব্যক্তির সাথে বা এলাকার ধর্ম মেনে চলা মানুষদের সাথে কাটাবেন। ইন্টারনেট থেকে বিরত থাকুন, যত দিন না নিজের উপর নিয়ন্ত্রন না আসে। প্রয়োজনে ফোন করবেন 01734717299