আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4931

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 31 জুলাই 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ আমি ইউরোপ এর একটি দেশ চেক রিপাবলিক এ থাকি এখানে যে ফ্রোজেন চিকেন গুলো থাকে এই গুলো তে তো বিসমিল্লাহ বলা হয় না। এইগুলো কি খাওয়া যাবে

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আদৌ কোন মুসলিম হয়তো জবেহও করে নি, বিসমিল্লাহ তো দূরের কথা। সুতরাং এই সব গোশত খাবেন না। বিসমিল্লাহ না বললেও, কোন মুসলিম জবেহ করলে আপনি বাধ্য হয়ে খেতে পারবেন। মুসলিম দেশ থেকে আমদানিকৃত গোশত খেতে সমস্যা নেই।