আসসালামু আলাইকুম। প্রথমে বলে রাখতে চাই যে, আমার পরিচিত একজনের হয়ে নিম্নোক্ত প্রশ্নটি করছি। প্রশ্নকারিঃ “আমি জেনারেল লাইনের শিক্ষার্থী। আমার বাবা পেশায় চাকুরীজীবী। ব্যাংক কর্তৃক প্রদানকৃত বৃত্তি পাওয়ার জন্য, আমি বৃত্তি ফর্মে বাবার পেশার ব্যাপারে মিথ্যা তথ্য দিয়ে বৃত্তি পেয়েছিলাম। বৃত্তির সম্পূর্ণ টাকা গ্রহণও করতেছি। কিন্তু এখন বুঝতে পেরেছি যে, আমি গুনাহগার হয়েছি। আল্লাহ তায়ালার কাছে তাওবা করা ও ক্ষমা চাওয়ার পাশাপাশি আর কি কিছু করার আছে? যেমন, আমি বৃত্তির সম্পূর্ণ টাকা কি যোগ্য কাউকে দিয়ে দিতে পারি? জাযাকাল্লাহ!