আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4925

অর্থনৈতিক

প্রকাশকাল: 25 জুলাই 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি যদি আমি নিয়মিত যাকাত দেই এবং দেশের সরকারের আয়কর না দেই শরীয় দিক থেকে আমার কোন গুনাহ হবে কিনা। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দেখুন, সরকার এমন অনেক কাজ করে যা যাকাতের টাকা দিয়ে করা যায় না, যেমন,রাস্তা উন্নয়ন, হাসপাতালের চিকিৎসা, সরকারী কর্মচারীদের বেতনসহ বহু প্রকল্প । দেশের মানুষ যদি আয়কর না দেয় তাহলে এই সব তো থমকে যাবে, দেশ অচল হয়ে যাবে। সুতরাং যাকাত দিলেও আয়কর দিতে হবে। আয়কর ফাঁকি দিলে গুনাহ হবে।