আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4922

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 জুলাই 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার অনেক দিন ধরে নামাজে সিজদা রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হয় আমি কম সংখ্যা ধরে নামাজ শেষ করি এবং শেষে সিজদায় সাহু দেই। এতে নামাজ হয়। আর যদি হয় তাহলে সারা জীবন এইভাবে পড়তে হবে?
একাকি রাতের সুন্নাত নফল নামাজে কিরাত জোরে পড়া কি সুন্নাত?
উত্তর ইমেইলে পাঠিয়ে দিলে ভালো হয়

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, রাকআত সংখ্যা নিয়ে সন্দেহ হলে কম সংখ্যা ধরে সাজদায়ে সাহু দিয়ে নামায শেষ করবেন। একাকী রাতের সুন্নাত নফল নামাজে কিরাত জোরে পড়াও সুন্নাত। রাসূলুল্লাহ সা. জোরে-আস্তে দুভাবেই পড়তেন।