আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4918

সালাত

প্রকাশকাল: 18 জুলাই 2019

প্রশ্ন

নামাযে রাকাতে সুরার ক্রম অনুযায়ী পাঠ করা কি ওয়াজিব?

উত্তর

না, ওয়াজিব নয়। ক্রম অনুযায়ী না পড়লেও নামায সহীহ হবে। তবে আলেমরা ক্রম রক্ষ করাকে উত্তম বলেন।