আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। জনাব, দৈনন্দিন আমল নামক একটি বইত্র সকালে সুরা ইয়াসীন ও সন্ধাতে সুরা ওয়াকিয়া পাঠের বিশেষ ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। প্রশ্নঃ সহী হাদিসের আলোকে উক্ত কথা সত্যতা কত টুকু?
জনাব, উত্তর টা প্রদান করলে বিশেষ উপকৃত হবো।
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। কী বিশেষ ফজিলত উল্লেখ আছে তা না লিখলে কীভাবে প্রশ্নের উত্তর দিবো? কী লেখা আছে উল্লেখ করে পাঠাবেন।