আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4909

নামায

প্রকাশকাল: 9 জুলাই 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম আমার দুইটি প্রশ্ন: [১] আমার বয়স ১৬(প্রায়) বছর।২০২১ সালে আমি SSC পরিক্ষা দিবো (ইনশাআল্লাহ) । আমার আম্মু আমাকে রাত্রে এশার সালাত মসজিদে জামআতে আদায় করতে দিতে চায় না। কারণ জানতে চাইলে বলে : আমার রাত্রে একা একা বাড়িতে থাকতে ভয় করে। (আমি আর আমার আম্মু আমরা বাড়িতে দুইজনই থাকি। আব্বু ইন্তেকাল করেছেন ৫ বছর আগে। আমার এক বড় ভাইয়া ঢাকায় চাকরি করে। ) সালাত জামআতে আদায় করা নিয়ে কয়েক বার রাগারাগি হয়েছে। তবুও আমি এশার সালাত মসজিদে জামআতে আদায় করার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে মিস হয়ে যায়। একবার আম্মুকে বলেছিলাম : তো কবে থেকে আমি মসজিদে জামআতে সালাত পড়তে পারবো? আম্মু বললো : তোর ভাইয়া যতদিন বিয়ে না করে এবং তুই আর একটু বড় হ । (ভাইয়ার বয়স ২৪+) ভইয়া ও আমাকে রাগ করেন। বলেন : মসজিদে জামআতে সালাত আদায় করার দরকার নেই। ( আমার আম্মু আবার ভীতু টাইপের) এখন আমি কি করবো? জামআত ত্যাগ করবো নাকি বাড়িতে সালাত আদায় করবো। [২] আমি মসজিদে জামআতে শুধু ফরজ সালাত আদায় করি। সুন্নত / বিতর সালাত বাড়িতে পড়ি। বিতর সালাত কি বাড়িতে উচ্চস্বরে কিরাত তিন রাকআতেই পড়া যাবে? নাকি শুধু প্রথম দুই রাকআত পড়তে হবে। দয়া করে জানাবেন। খুব উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি অঅপনার মায়ের সত্যই সমস্যা হয় তাহলে আপনার জন্য এশার সালাত বাড়িতে পড়তে সমস্যা নেই। বাড়িতেই পড়বেন। ২। বিতরের সালতের তিন রাকাতেই উচ্চস্বরে কুরআন পড়া যায়। বিস্তারিত জানতে https://islamqa.info/ar/answers/67618/%D9%87%D9%84-%D9%8A%D8%AC%D9%88%D8%B2-%D9%84%D9%84%D9%85%D8%B5%D9%84%D9%8A-%D8%A7%D9%86-%D9%8A%D8%AC%D9%87%D8%B1-%D9%81%D9%8A-%D9%87%D8%B0%D9%87-%D8%A7%D9%84%D8%B5%D9%84%D9%88%D8%A7%D8%AA-%D9%88%D8%A7%D9%84%D8%B1%D9%83%D8%B9%D8%A7%D8%AA