আস-সালামু আলাইকুম আমার দুইটি প্রশ্ন: [১] আমার বয়স ১৬(প্রায়) বছর।২০২১ সালে আমি SSC পরিক্ষা দিবো (ইনশাআল্লাহ) । আমার আম্মু আমাকে রাত্রে এশার সালাত মসজিদে জামআতে আদায় করতে দিতে চায় না। কারণ জানতে চাইলে বলে : আমার রাত্রে একা একা বাড়িতে থাকতে ভয় করে। (আমি আর আমার আম্মু আমরা বাড়িতে দুইজনই থাকি। আব্বু ইন্তেকাল করেছেন ৫ বছর আগে। আমার এক বড় ভাইয়া ঢাকায় চাকরি করে। ) সালাত জামআতে আদায় করা নিয়ে কয়েক বার রাগারাগি হয়েছে। তবুও আমি এশার সালাত মসজিদে জামআতে আদায় করার চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে মিস হয়ে যায়। একবার আম্মুকে বলেছিলাম : তো কবে থেকে আমি মসজিদে জামআতে সালাত পড়তে পারবো? আম্মু বললো : তোর ভাইয়া যতদিন বিয়ে না করে এবং তুই আর একটু বড় হ । (ভাইয়ার বয়স ২৪+) ভইয়া ও আমাকে রাগ করেন। বলেন : মসজিদে জামআতে সালাত আদায় করার দরকার নেই। ( আমার আম্মু আবার ভীতু টাইপের) এখন আমি কি করবো? জামআত ত্যাগ করবো নাকি বাড়িতে সালাত আদায় করবো। [২] আমি মসজিদে জামআতে শুধু ফরজ সালাত আদায় করি। সুন্নত / বিতর সালাত বাড়িতে পড়ি। বিতর সালাত কি বাড়িতে উচ্চস্বরে কিরাত তিন রাকআতেই পড়া যাবে? নাকি শুধু প্রথম দুই রাকআত পড়তে হবে। দয়া করে জানাবেন। খুব উপকৃত হবো।