আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4903

বিবাহ-তালাক

প্রকাশকাল: 3 জুলাই 2019

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ, সোনালী ব্যাংকে কর্মরত(যে কোনো পদেই হোক না কেন) পাত্রের সঙ্গে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে কি? বাবা মা হিসেবে করণীয় কি যদি অন্য পাত্র না পাই এবং মেয়ের বয়স বাড়তে থাকে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, সুদভিত্তিক ব্যাংকে চাকুরী করা ইনকাম হালাল নয়, সুতরাং হারাম ইনকামের কোন মানুষের সাথে আপনি আপনার মেয়ের বিবাহ দিতে পারেন না। অন্য পাত্র না পাওয়া যাওয়ার একটা বড় কারণ বেশী টাকা পয়সা, উচ্চ পদ-পদবীর আকাঙ্খা করা। এগুলো বাদ দিয়ে ধর্মকে প্রাধান্য দিয়ে পাত্র খুঁজতে শুরু করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ।