আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4895

হাদীস

প্রকাশকাল: 25 জুন 2019

প্রশ্ন

বেতের নামাজে যে দোয়ায়ে কুনুত পড়া হয় সেটার বাদে নাকি দোয়ায়ে মাসুরাও নাকি পড়া যায় সেটা কি পড়া যাবে কিনা এ সম্পর্কে যদি কিছু বলতেন?

উত্তর

দুআ মাসুরা অর্থ কিন্তু আল্লাহুম্ম ইন্নি জলামতু নাফসি… এই দুআ নয়। দুআ মাসুরা অর্থ হাদীসে বা কুরআনে বর্ণিত দুআ। যেহেতু আল্লাহুম্ম ইন্নি জলামতু নাফসি… এই দুআটিও হাদীসে আছে সুতরাং এই দুআটিও মাসুরা। আর বিতরের কুনুতের সময় কুরআন ও হাদীসে বর্ণিত যে কোন দুআ করতে পারেন। সে হিসেবে আল্লাহুম্ম ইন্নি জলামতু নাফসি…এই দুআটিও পড়তে পারেন। কয়েকটি দুআ কুনুতসহ বিস্তারিত জানতে পড়ুন রাহে বেলায়াত বইটির বিতর পরিচ্ছেদটি।