আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহ, মেয়েদের জিন্স প্যান্ট পরার বৈধতা জানতে চাচ্ছি। যখন তা ছেলেদের থেকে ভিন্ন কাটিং, স্টাইল এবং নারীদের পোশাক এর মূলনীতি মেনে চলে। একটু বিস্তারিত বললে উপকার হত।
উত্তর
ওয়া আলাইকুুমুস সালাম। ছেলেদের সাথে সাদৃশ্যপূর্ণ পোশাক মেয়েরা পরবে না। এমন পোশাক পরবে না,যা দেখলে অন্য ধর্মেরে মনে হয়, পাপাচারী কিংবা ফাসেক-ফুজ্জার মনে হয়। জিন্স আমাদের দেশের ধার্মিক বা ভাল মেয়েরা পরে না। যারা সাধারণত বিভিন্ন পাপ কাজের সাথে প্রতক্ষ্য বা পরোক্ষভাব জড়িতে তারা পরে। সুতরাং বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে এই পোশাক পরা কিছুতেই ঠিক হবে না।