আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 489

নামায

প্রকাশকাল: 2 জুন 2007

প্রশ্ন

আসসালামু আলাইকুম। কেমন আছেন? প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাব, ইসলামের পথে মানুষকে আহব্বান করার জন্য। আল্লাহ আপনার এই দাওয়াতকে কবুল করুন এবং ইসলামের পথে আপনার জ্ঞানকে বাড়িয়ে দিন এবং আমাদেরকে বিভিন্ন জানা-অজানা বিষয়ে জানার সুযোগ করে দিন। আমীন। আমার প্রশ্ন হল : জামাআতে যখন সালাত পড়ি, তখন বিশেষ করে ফজর, মাগরিব ও এশার সালাতে ইমাম সাহেব জোরে কিরাত পড়েন। তখন আমি মুক্তাদি কি সূরা ফাতিহা পড়বো? কেননা আমি জেনেছি যে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো না, তার সালাত হয় না। এই ক্ষেত্রে আমি বড় বড় আলেমদের অনেক মত ই দেখেছি। আপনি আমাকে সবচেয়ে ভালো মতটি ও নিঃসন্দেহে সালাত পড়তে পাড়বো এমন মতটি বলেন। আমি একটা হাদিসেও পেয়েছিলাম যে, শুধু সূরা ফাতিহা পড়ার কথা। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন Please. আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমিন.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিষটি নিয়ে আলেম ও ইমামগণের মাঝে বিভিন্ন মতামত বিদ্যমান। তবে এই বিষয়ে ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহ. সহীহ হাদীসের আলোকে যে মতামত পেশ করতেন তা হলো স্বশব্দে কুরআন পড়া হয় এমন সালাতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে না আর নি:শব্দে পড়া হয় এমন সালাতে পড়বে। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া ২৫৯ এবং ২৬৯ নং প্রশ্নের উত্তর।