আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4883

অর্থনৈতিক

প্রকাশকাল: 13 জুন 2019

প্রশ্ন

নামাজের মধ্যে সুরা ফাতেহার পর অন্য সুরার যে কোন আয়াতের মাঝখান থেকে পাঠ শুরু করা যাবে কি?

উত্তর

আয়াতের শুরু থেকে পাঠ করবে। আয়াতের মাঝ থেকে তেলাওয়ারত করলে অর্থের মিল থাকে না।তবে মাঝখান থেকে পাঠ করলে যদি অর্থের সাথে মিল থাকে তাহলে সমস্যা হবে না।