আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4882

হালাল হারাম

প্রকাশকাল: 12 জুন 2019

প্রশ্ন

আস্সালামুআলাইকুম শায়েখ, অনেক সময় দেখা যায় আমার প্রতিষ্ঠান প্রধান কোম্পানির নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য পণ্য বিক্রয়ের জন্য বলেন। এবং মাঝে মাঝে বলেন যে কোম্পানির নির্ধারিত পণ্যের পরিবর্তে নিম্ন মানের পণ্য দিয়ে কাজ সম্পন্ন করতে। পূর্বে কোনো পণ্যের দাম কম কিন্তি এখন পণ্যের দাম বেশি, ঐ ক্ষেত্রে বলেন যে বর্তমানে যে দাম রয়েছে সে দামে বিক্রির জন্য যদিও ঐ পণ্যটি পূর্বের কম দামে খেনা। এক্ষেত্রে আমার করণীয় কী? আমার এ কাজগুলো করতে খারাপ লাগে কিন্তু প্রতিষ্ঠান মালিকের নির্দেশ এবং এতে তুলনামূলক লাভ বেশি। আমি যে প্রতিষ্ঠানে চাকুরি করি সেটা একটি কোম্পানির ডিলার।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বেশী দামে বিক্রি করার বিষয়টি কোনভাবে মানা গেলেও নিম্নমানের পণ্য দেয়া কিছুতেই মানা যায় না। নিম্নমানের পণ্য দেয়া কিছুতেই জায়েজ হবে না, সম্পূর্ণ হারাম হবে। আপনার ভালো কথা তো মালিক মানবে না, সুতরাং আপনার জন্য আবশ্যক হলো আল্লাহকে ভয় করে অন্য কোন স্বচ্ছ-সুন্দর হালাল কর্মের সন্ধান করা। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার একটা রাস্তা বের করে দিবেন। এমন উৎস থেকে রিযিক দান করবেন যা কখানো সে কল্পনাও করে নি। যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তলাক, আয়াত ২-৩।