আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4879

বিবিধ

প্রকাশকাল: 9 জুন 2019

প্রশ্ন

শাইখ,আমাদের এলাকার মসজিদে মিলাদ-কিয়াম হয়। মসজিদের ইমাম মিলাদ-কিয়াম করেন। আমি ইমামের আকিদা সম্পর্কে জানিনা। তবে তিনি আলা হজরত আহমদ রেজা খান রচিত মুস্তাফা জানে রহমত এই গজলটি গেয়ে থাকেন। তাহলে আমি তাঁর পেছনে সালাত আদায় করতে পারব কী?
শির্ককারীর পেছনে সালাত আদায় করলে আমিও কী শির্ককারী হবো?

উত্তর

উক্ত ইমাম সাহেব তো বড় ধরণের বিদআতি মনে হচ্ছে। যদি অন্য মসজিদে বিশুদ্ধ আকীদার কোন ইমামের পিছনে সালাত আদায়ের সুযোগ থাকে তাহলে সেটা করবেন। তবে সালাতের জামাত ত্যাগ করবেন না, বিদআতি ইমামের পিছনে হলেও জামাতে সালাত আদায় করতে হবে।