আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4876

হালাল হারাম

প্রকাশকাল: 6 জুন 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন? আমার প্রশ্ন ১/জন্মদিন, মৃত্যুদিবস, বিবাহবার্ষিকী পালন করা যাবে কি?এ ব্যাপারে শরিয়ত কি বলে? ২/আমরা মোবাইলে যে গেম খেলি এগুলো কি হারাম?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জন্মদিন, মৃত্যুদিবস, বিবাহবার্ষিকী এগুলো মুসলিম সংস্কৃতির অংশ নয়। এগুলো মূলত পশ্চিমা সভ্যতার অংশ। সুতরাং ইসলাম এগুলোকে অনুমোদন দেয় না। ২। মোবাইলের গেমের মধ্যে যদি হারাম কিছু না থাকে তাহলে হারাম হবে না। তবে এসব খেলা ইবাদতের স্বাদ নষ্ট করে, সময় নষ্ট করে সুতরাং যে কোন ধরণের মোবাইল গেম থেকে বিরত থাকা একজন মূমিনের একান্ত কর্তব্য।