আসসালামু আলাইকুম। খুব জরুরি উত্তরটা জানা দরকার।এক পিতার খুব ইচ্ছা তার মেয়েকে জজ বানাবে। মেয়েকে এজন্য এল. এল. বি. তে পড়াশুনা করাচ্ছে। এখন মেয়ে পর্দা করে কি জজ এর চাকুরি করতে পারবে? (মানে বিচারক হিসেবে তো বিচার করার সময় মুখ খোলা রাখতে হয়) আর মেয়ে বিচারক হওয়ার ব্যাপারে ইসলামে কি কোন বিধিনিষেধ আছে কিনা?