আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4873

বিচার আচার

প্রকাশকাল: 3 জুন 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। খুব জরুরি উত্তরটা জানা দরকার।এক পিতার খুব ইচ্ছা তার মেয়েকে জজ বানাবে। মেয়েকে এজন্য এল. এল. বি. তে পড়াশুনা করাচ্ছে। এখন মেয়ে পর্দা করে কি জজ এর চাকুরি করতে পারবে? (মানে বিচারক হিসেবে তো বিচার করার সময় মুখ খোলা রাখতে হয়) আর মেয়ে বিচারক হওয়ার ব্যাপারে ইসলামে কি কোন বিধিনিষেধ আছে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বাংলাদেশের কিছু কিছু আইন ইসলামসম্মত নয়। বিচারক হওয়ার কারণে যেহেতু অনেক ক্ষেত্রে ইসলাম বিরোধী আইন দ্বারা বিচার করতে হয়, সেহেতু আলেমদের মতে এই দেশে বিচারক হওয়া জায়েজ নেই। পুরুষ-মহিলার ক্ষেত্রে একই বিধান। আর চার মাজহাবসহ অধিকাংশ আলেমের মতে মহিলারা বিচারক হতে পারবে না। দলীলসহ বিস্তারিত জানতে দেখুন https://islamqa.info/ar/answers/71338/%D8%AD%D9%83%D9%85-%D9%88%D9%84%D8%A7%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%85%D8%B1%D8%A7%D8%A9-%D9%84%D9%84%D9%82%D8%B6%D8%A7%D8%A1