আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 487

জিহাদ

প্রকাশকাল: 31 মে 2007

প্রশ্ন

শহীদ কাকে বলে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সাধারণভাবে আল্লাহর রাস্তায় যুদ্ধরত নিহত ব্যক্তিই শহীদ হিসাবে বিবেচিত আর শহীদদের সাথে সংশ্লিষ্ট হুকুম সমূহ এমন ব্যক্তির ক্ষেতেই প্রযোয্য। এছাড়া সহীহ হাদীসে আরো অনেক ব্যক্তিকে রাসূলুল্লাহ সা. শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন। যেমন পেটের পীড়া ও মহামারীতে মারা যাওয়া ব্যক্তি, নিজের সম্পদ রক্ষার্থে যিনি মারা যান, ডুবে মারা যাওয়া ব্যক্তি, কোন কিছুতে চাপা পড়ে মারা যাওয়া ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মারা যায় (যেমন সালাত আদায় কিংবা ইলম শিক্ষার উদ্দেশ্যে বের হওয়া ব্যক্তি), সন্তানের প্রসবের সময় যে মহিলা মারা যায়, সাপে কামড়ে মারা যাওয়া ব্যক্তি, হিংস্র পশুর আক্রমনে মারা যাওয়া ব্যক্তি, আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা যাওয়া ইত্যাদি। তবে জিহাদ কর মারা যাওয়া ব্যক্তিই সর্বোত্তম শহীদ। সহীহ বুখারী, হাদীস নং ২৪৮০, ৫৭৩৩; সহীহ মুসলিম,হাদীস নং ৫০৪৯, ৫০৫০। আরো বিস্তারিত জানতে দেখুন, শায়খ ত্বকীউদ্দিন নদবী, তালীক মুয়াত্তা মালিক, ২/৮১, হাদীস নং ৩০১।