আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4865

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 26 মে 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমার মা গত অক্টোবর মাসের 22 তারিখে স্ট্রোক করছে। এখনো ডান হাত পাও অবস। এর মাঝে আব্বার মানসিক সমস্যা শুরু হয়েছে। মাঝে কয়েক দিন পুরো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলো এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ হয়েছে। বাড়িতে শুধু আমার বড় একটা বোন আছে তার আবার 1 বছরের একটা মেয়ে আছে। মা এবং আব্বারে দেখা শুনা করার মত আমিই আছি মূলত। আমি একটি বেসরকারী মেডিকেল এ প্রথম বর্ষে পড়ি অনেক টাকা দিয়ে পরিবার ভর্তি করিয়ে ছিল। এখন সবকিছুই বন্ধ হয়ে আছি। খুব বিপদে পড়ি গেছি। এখন দয়া করে আমাকে কিছু আমল শিখিয়ে দিন যাতে আল্লাহ সমস্ত বিপদ থেকে উদ্ধার করে। কিছু সুন্নাত দুয়া থাকলে তা শিখিয়ে দিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি সকাল-সন্ধ্যার যিকিরগুলো নিয়মিত পাঠ করবেন। নামাযের পর নিজের ভাষায় আপনার ব্যাথাগুলো আল্লাহর কাছে বলবেন। আমাদের ওয়েবসাইটে রাহে বেলায়াত বইয়ের পিডিএফ আছে। সেখান থেকে ফজর ও মাগরিবর সালাতের যিকিরগুলো দেখে নিতে পারেন। যে কোন বই থেকেও শিখতে পারেন।