আস-সালামুআলাইকুম। ১. আমার প্রশ্ন হচ্ছে অজু থাকা অবস্থায় শরীরের কোন জায়গায় (হাত/পা বা অন্য স্থানে) নাপাকি (যেমন ছোট ছেলে-মেয়েদের প্রসাব, পায়খানা অথবা অন্য কোন নাপাকি) লাগলে পূনরায় অজু করতে হবে কি না? নাকি নাপাকি লাগার স্থান ধুয়ে নিলে হয়ে যাবে?
২. ঘরের টাইলস করা মেঝেতে বাচ্ছা প্রসাব করার পর পানি না দিয়ে শুধুমাত্র কাপড় দিয়ে মুছে শুকিয়ে নেওয়া হয়েছে, এই অবস্থায় অজু করে ভিজা পা নিয়ে ঐ প্রসাব করা স্থানের উপর দিয়ে হেঁটে গেলে অজু নষ্ট হয়ে যাবে কিনা? নষ্ট না হলে শুধু পা আবার ধৌত করতে হবে কি না?
দয়া করে প্রশ্ন গুলোর উত্তর দিয়ে উপকৃত করবেন।