আসসালামু আলাইকুম। । স্যার। । আমার বয়স ২৪ বছর। । একটি প্রাইভেট কম্পানিতে জব করছি। । আমি কিছুদিন আগে আমার পরিবারকে জানাই যে আমি বিয়ে করতে চাই। প্রথমে তারা রাজি না হলেও কিছুদিন পর আমার বাবা বাদে মুটামুটি সবাই রাজি হয়েছে। কিন্তু বাবার কথা হচ্ছে কিছু ব্যাংক ব্যালেন্স করে তারপর বিয়ে করতে। । সেই ব্যালেন্স এর পরিমান বাবা যা বলেছে তা সংগ্রহ করা আমার জন্য ৫-৬ বছরে সম্ভব হবে কি আল্লাহ ভালো জানে। । এখন মা খালারা আমার বিয়ে দিতে চাচ্ছে। । কিন্তু তাদের কথা হচ্ছে, আমি শুধু মেয়ে পছন্দ অপছন্দ করতে পারব। । বাকি কোন ব্যাপার এ আমার মত দেয়ার অধিকার নেই। তারা সামাজিকতার প্রেক্ষিতে যে মতামত নিবে ওটাই চুড়ান্ত। । এখন আমার দুটি প্রশ্ন। । ১) বাবার অমতে যদি আমি বিয়ে করি, এতে যদি সে রাগ করে বা অভিশাপ দেয়। তাহলে কি কোন সমস্যা হতে পারে?
২) মা খালাদের এরুপ শর্তে রাজি হওয়া কি ঠিক হবে? কারন তারা যদি সুন্নত বর্হিভূত কাজ করে সেখানেও নাকি কিছু বলা যাবে না। । । মানে আমার অধিকার শুধু পছন্দ করা পর্যন্ত। এ অবস্থায় আমার কি করনীয়।