আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4835

যাকাত

প্রকাশকাল: 26 এপ্রিল 2019

প্রশ্ন

আচ্ছালামু-আলাইকুম। আমি বিদেশগামী জাহাজে চাকরী করি। গত বছর শিপে থাকা অবস্থায় যাকাত আদায় করেছিলাম। কিন্তু এই বছর এখন যদি আমি জাহাজে উঠি তাহলে আশংকা আছে যাকাত দেয়ার সময় ইনশা-আল্লাহ আমি হয়ত দেশের বাহিরে থাকবো। আর ঐ নির্দিষ্ট সময়ে আমি হয়ত যাকাত আদায় করতে পারবো না, কারণ আমার অ্যাকাউন্ট এর টাকা আমি ছাড়া আর কেউ উঠাতে পারে না।আমার যাকাত আদায়ের বছর পূর্ণ হবে রজব মাসে। আমাকে অলরেডি জাহাজে উঠার জন্য আমার কোম্পানী কল করেছে। ।তাহলে আমি যাকাত বিষয়ে কিভাবে কি করতে পারি? দয়া করে জানাবেন। । মেহেরবানী করে উত্তরটা ইমেইলে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি যদি চান তাহলে যাকাত অদায়ের বছর শুরু হওয়ার আগেও যাকাত দিতে পারেন। এছাড়া বিশ্বস্ত কারো নিকট যাকাতের পরিমাণ টাকা দিয়ে যাবেন, যে আপনার পক্ষ থেকে যাকাত আদায় করি দিবেন। তাছাড়া প্রয়োজনে আপনি দেশে ফিরে এসেও যাকাত দিতে পারেন।