আসসালামু আলাইকুম শায়েখ। আমার প্রশ্ন হলো- আমরা যারা সরকারি চাকুরী করি- তাদের থেকে সরকার বা প্রতিষ্ঠান মুল বেতনের বাধ্যতামুলক ১০% কেটে রাখে। এবং এই ১০% এর সাথে চাকুরী শেষ অতিরিক্ত টাকা সহ চাকুরীজীবিকে প্রদান করা হয়। যেটা কে জিপি বা প্রভিডিয়েন্ট ফান্ড বলে। এটা হালাল হবে কি