আমার কাছে সাড়ে ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং এক ভরি রোপার অলঙ্কার রয়েছে। এখন জাকাত ফরজ হবে কিনা? আর হলে সোনা নাকি রোপার দামের ভিত্তিতে যাকাত প্রদান করতে হবে? যাকাত কি অলঙ্কারের মালিক আদায় করবে নাকি তার পক্ষ থেকে স্বামী/পিতা আদায় করবে? জানালে কৃতজ্ঞ থাকব।
উত্তর
স্বর্ণ এবং রূপার মূল্য টাকায় হিসাব করে শতকরা আড়াই % হারে যাকাত দিতে হবে। যাকাত সম্পদের মালিকের উপর আদায় করা ফরয। তার পক্ষ থেকে অন্য কেউ আদায় করলেও হয়ে যাবে।