আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বুখারী শরীফের হাদিস নং 472 থেকে আমরা জানতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত দুই রাকাত দু রাকাত করে পড়তে বলেছেন। আবার বুখারী শরীফের 3569 নং হাদীস থেকে আমরা জানতে পারি যে নবী সাঃ চার রাকাত চার রাকাত করে রাতের সালাত আদায় করেছেন। আমার প্রশ্ন হচ্ছে নবী(সা) নিজে কি সবসময় চার রাকাত করে আদায় করতেন? নবী(সা) তো দুই রাকাত করে পড়ার নির্দেশ দিয়েছেন। একটু বুঝিয়ে বলবেন। জাযাকাল্লাহু খয়রন।