আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4808

যাকাত

প্রকাশকাল: 30 মার্চ 2019

প্রশ্ন

আমার স্ত্রীর ছোট ভাই এখন বেকার, বউ বাচ্চা নিয়ে অসুবিধায় আছে, তার কোন ব্যক্তিগত নগদ সম্পদ নাই। তাকে আমার স্ত্রীর যাকাতের টাকা দিতে পারবে কি?

উত্তর

আপন ভাইকে জাকাত দেয়া যায়, এবং এটা অধিক উত্তম। সুতারং আপনার স্ত্রীর ভাই যাকাতের হকদার হলে তাকে আপনার স্ত্রী যাকাত দিবেন, এতে কোন সমস্যা নেই।