আপনার ঋনের সাথে আপনার স্ত্রীর স্বর্ণের জাকাতের কোন সম্পর্ক নেই। আপনার স্ত্রীর যদি সাড়ে সাত ভরি স্বর্ণ থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে। তবে ৯০ আনাতে সাড়ে সাত ভরি হয় না। তাই আপনার স্ত্রীর যদি আর কোন টাকা পয়সা বা রোপা না থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে না। আর যদি ৯০ আনা স্বর্ণের সাথে কিছু টাকা বা রোপা থাকে তাহলে স্বর্ণকেটাকায় হিসাবে করে পুরো টাকা স্বর্ণের শতকারা আড়াই টাকা হারে যাকাত দিতে হবে। আর স্ত্রীর উপর যাকাতের টাকা দেয়া ফরজ,আপনার উপর নয়।