আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4779

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 1 মার্চ 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু… আমার একটি প্রশ্ন আছে, আমি জেনারেল লাইন থেকে এবার HSC পাশ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার এখন আর বাহিরে পড়তে যেতেও ইচ্ছে করেনা,আমার বাহিরে গেলে দুনিয়ার ফিকির বেশি হয়ে যায়, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাসায় ইসলামিক বইপত্র পড়ে বাকি জীবন কাটাবো,বা বাসায় বসে ইসলামিক অনলাইন কোর্স গুলো করবো ইং শা আল্লাহ… কিন্তু আত্নীয় স্বজনরা বলছে তাহলে এতবছর আমার পিছনে টাকাপয়সা নষ্ট কেন করল? এসব বলে আমার মা বাবাকে,আরোও বলে ইসলাম মানে ভাল কথা তবে ইসলাম মেনেই পড়তে হবে বড় বড় ভার্সিটিতে…বা ডাক্তারি করতে হবে মেয়েদের জন্য হলেও… তবে আমার একটুও ইচ্ছে নেই আবার আগের মতো করে কো এডুকেশন এ যাওয়ার,, এবং কোন প্রতিষ্ঠানের অধীনেই যে কেবল পড়তে হয়,জ্ঞান অর্জন করতে হয় এতেও আমি বিশ্বাসী নই… কিন্তু আত্নীয় স্বজনদের কথাগুলো আমাকে কষ্ট দেয় না যদিও তবে আমার মা বাবাকে কষ্ট দেয়… এখন আমার প্রশ্নটা হচ্ছে, ইসলামে কি কো-এডুকেশন/সহ-শিক্ষা জায়েয? আর আমার বাসায় থাকার সিদ্ধান্ত নেওয়াটা কি ভুল হয়েছে কিনা আমি বুঝতে পারছিনা,আমাকে জানাবেন যে বাহ্যিকভাবে এতে কোন ভুল দেখছেন কিনা… দয়া করে এই বিষয়ে আমাকে নাসীহাহ দিবেন। । ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রাপ্তবয়স্ক নারী-পুরুষদের একসাথে থাকা, কাজ করা বা অন্য কোন উদ্দেশ্যে একসাথে অবস্থান করা ইসলাম অনুমোদন করে না। সুতরাং সহশিক্ষা, যেখানে ছেলে-মেয়েরা অবাধে মেলেমেশা করে সেটা ইসলাম সমর্থিত নয়। স্কুল-কলেজ বা কোন প্রতিষ্ঠানে পড়া ফরজ-ওয়াজিব নয়। ইসলামের বিধান মেনে পড়াশোনা করা অন্যায় নয়, ক্ষেত্রে বিশেষে প্রয়োজনীয় বটে। আর মেয়েদের বিবাহের বয়স হলে পিতা-মাতার উচিৎ দ্রুত তাদের বিবাহের ব্যবস্থা করা।