আসসালামুআলাইকুম। আমি একটি ব্যাংকে ডিপিএস করেছিলাম, ডিপিএসের শর্ত ছিল এটা যখন ক্লাোজ করবো তখন আমাকে লভ্যাংশ দিবে, যা সম্পূর্ণহারাম,কিন্তু তখন আমি তা বুঝতে পারি নি। এখন ব্যাংক থেকে যে লভ্যাংশ টা দিবে তা আমি নিতে চাচ্ছিনা,তাও ব্যাংক থেকে দিবে,এখন আমি এই লভ্যাংশ টা কোন মসজিদ/মাদরাসায় দান করতে পারবো?এক্ষেত্রে আমার করনীয় কি?