আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4777

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 ফেব্রু. 2019

প্রশ্ন

আসসালামুআলাইকুম। আমি একটি ব্যাংকে ডিপিএস করেছিলাম, ডিপিএসের শর্ত ছিল এটা যখন ক্লাোজ করবো তখন আমাকে লভ্যাংশ দিবে, যা সম্পূর্ণহারাম,কিন্তু তখন আমি তা বুঝতে পারি নি। এখন ব্যাংক থেকে যে লভ্যাংশ টা দিবে তা আমি নিতে চাচ্ছিনা,তাও ব্যাংক থেকে দিবে,এখন আমি এই লভ্যাংশ টা কোন মসজিদ/মাদরাসায় দান করতে পারবো?এক্ষেত্রে আমার করনীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ আপনাকে ইসলামের উপর অটুট রাখুন। এই টাকা আপনি গরীব মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। মসজিদ-মাদ্রসায় দেওয়া যাবে না।