আসসালামু আলাইকুম শায়েখ, আমি গ্রামে একটা কোচিং সেন্টার খুলেছি। গ্রামের অনেক মানুষই সহীহভাবে কুরআন পড়তে পারে না তাই ভাবছি এখানে তাদেরকে কুরআন পড়তে শিখাবো। ছেলে মেয়েদের(পর্দাসহ) একসাথে পড়ানো যাবে? নাকি আলাদা করে পড়াতে হবে?
আমি প্রথমদিকে নিয়ত করেছিলাম কুরআন শিখিয়ে জীবনে কোনদিন কারো থেকে টাকা নিবো না এ জন্যে আল্লাহর কাছে প্রতিদান চাইবো। কয়েকজনকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু আমি নিতে না চাইলেও তারা আমাকে খুশি মনে জোড়াজোড়ি করে কিছু টাকা দিয়েছিলো। এখন যেহেতু আমি কোচিং সেন্টারে পড়াতে চাচ্ছি তাই নিজের অর্থনৈতিক চাহিদার দিক বিবেচনা করে কিছু পরিমাণ টাকা নির্ধারণ করে পড়ালে তা কি বৈধ হবে? আগের নিয়তের বিপরীত হওয়ায় কি কোনো গুনা হবে?
জাযাকাল্লাহু খইরান