আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4774

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 24 ফেব্রু. 2019

প্রশ্ন

Assalamualaikum.
১) আমার মা, আম্মুর আত্নীয় স্বজন রা পীরের ভক্ত। তারা মাজারে যায়। আগে সেখানে সিজদাহ করত। সেটা শিরক ছিল। এ বিষয় টা তারা বুঝেও করত। এখন সেটা করে না। এখন মাজার জিয়ারত করে, কান্নাকাটি করে দুয়া করে আসে। ওনারা নারিন্দা তে যান। পানুয়া তে এক পীর ছিলেন। ওনি মারা গিয়েছেন অনেক আগে। তার একটা ছবি আছে। কোন বিপদ আপদ হলে,কোন কাজ করতে গেলে সে ছবিতে কিছু টাকা রেখে দেন। আগে বলত, আমার অমুক কাজ টা করে দেন.. এ ধরনের কথা। বিষয় টা ঠিক না বুঝার পর এখন বলে,
আল্লাহ আমাকে এই পীরের উসিলায় কাজ টা সমাধা করে দেন…
ওনারা পীরের মুরিদ। মারফতি লাইন ফলো করেন শুনেছি। আমি আসলে সত্যিটা জানতে চাই। আসলে কি করা উচিত। পীরের ছবিতে এসব বলে কোন টাকা রাখা উচিত? মাজার জিয়ারত এর জন্য নারিন্দা যাওয়া উচিত?
আমি কিছু বুঝতে পারছি না। মা বললে চাপে পড়ে মা যখন টাকা রাখে পীরের ছবি দেখে আমার ও সাথে থাকতে হয়। আমি কোনটা মেনে চলি বা চলি না সেটাই তো বুঝি না। আল্লাহর কাছে শুধু বলি, আল্লাহ শিরক যেন না হয়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাজারে গিয়ে এভাবে দুআ করা এবং ছবির কাছে টাকা দেওয়া বা টাকা দিয়ে কিছু কামনা করা সুস্পষ্ট শিরক। আপনি কোন শিরকের কাজে আপনার আম্মাকে কোন ধরণের কোন সহযোগিতা করতে পারবেন না। আল্লাহ কুরআনে পিতা-মাতার শিরক করতে বাধ্য করলে তা পালন না করার জন্য আদেশ দিয়েছেন।