আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4769

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 ফেব্রু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম, শাইখ কেমন আছেন, আমি একটি প্রশ্ন জানতে চাই, কষ্ট করে যদি বলতে উপক্রিত হব। আমরা অনেক সময় আর্থিক কোন সমস্যা পড়লে, কারো কাছে টাকা দার না পেয়ে। উপায় না পেয়ে বিভিন্ন সমিতি থেকে বাধ্য হয়ে ঋণ নেওয়া লাগে। তো ঋণ পরিশোধ করতে গিয়ে বছর শেষে ১০% সুদ দিতে হয়। যদিও এ-র সাথে জড়িত হতে চাই না। এখন সুদের ভয়াবহ থেকে কিভাবে আল্লাহ তায়ালা কাছে পরিত্রাণ পেতে পারি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সুদ দেয়া-নেওয়া সমান অপরাধ, হারাম। কোন ভাবেই, কোন অজুহাতেই সুদের ভিতর জড়ানো যাবে না। জীবন হানির তথা টাকা না পেলে যদি মৃত্যুর নিশ্চিত আশঙ্কা থাকে তাহলেই কেবল এই হারামে জড়ানো যাবে,তাছাড়া নয়। সাধারণ কোন সমস্যাই কোন অবস্থাতেই সুদে টাকা নেওয়া যাবে না।