আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4765

নামায

প্রকাশকাল: 15 ফেব্রু. 2019

প্রশ্ন

রিযিকএর জন্য কি দোয়া পড়তে হবে এবং আমল গুলো

উত্তর

রিজিক নিয়ে কোন চিন্তা করবেন না। আল্লাহর নির্ধারিত রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। আপনি নিজ অবস্থান থেকে চেষ্টা করবেন। রিযিকের জন্য এই দুআটি দুই সাজদার মাঝে এবং অন্যান্য সময় বারবার পাঠ করুন। اللَّهُمَّ اغْفِرْ لِى وَارْحَمْنِى وَاهْدِنِى وَعَافِنِى وَارْزُقْنِى এছাড়া কুরআনের এই দুআটিও নামাযে এবং অন্যান্য সময় বেশী বেশী পড়বেন, رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ এবং যে কোন প্রয়োজনের জন্য রাহে বেলায়েত গ্রন্থের ১৯, ২০, ২১, ২২, ২৪, ২৫, ১৫৭, ১৮৮, ১৯২ নং দুআগুলো নফল সালাতের সাজদাতে এবং অন্যান্য সময় পাঠ করতে থাকুন।