আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4762

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 ফেব্রু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম হুজুর! আমার দুইটি বিষয়ে জানার ছিল!!
১। আমাদের ব্যাংক ব্যবস্থা যেহেতু সুদমুক্ত নয়,আমরা অতীব প্রয়োজনে বাধ্য হয়ে ব্যাংকে টাকা রাখতে ও লেনদেন করলে গুনাহগার হব কি না!
২। মনে করেন আমার ছোট ভাইয়ের accident করে মারাত্মক ভাবে আহত হইছে,তার অপারেশন আবশ্যক! এমতাবস্থায় আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই(সম্পদ) যা দিয়ে অপারেশন সম্ভব!! হুজুর এমতাবস্থায়, আমি কি সুদের উপর টাকা নিয়ে অপারেশন করাতে পারব? (যেহেতু সুদ মুক্ত সাহায্য আমাদের সমাজে পাওয়া দুষ্কর)….

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। প্রয়োজনে রাখতে পারবেন, তবে সুদের টাকা গরীব মানুষকে সওয়াবের নিয়ত ছাড়া দিয়ে দিবেন। ২। কোনভাবেই যদি সুদমুক্ত টাকা জোগাড় করতে না পারেন তাহলে জীবন বাঁচানের তাগিদে সুদের উপর টাকা নিলে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন।