আসসালামু আলাইকুম হুজুর! আমার দুইটি বিষয়ে জানার ছিল!!
১। আমাদের ব্যাংক ব্যবস্থা যেহেতু সুদমুক্ত নয়,আমরা অতীব প্রয়োজনে বাধ্য হয়ে ব্যাংকে টাকা রাখতে ও লেনদেন করলে গুনাহগার হব কি না!
২। মনে করেন আমার ছোট ভাইয়ের accident করে মারাত্মক ভাবে আহত হইছে,তার অপারেশন আবশ্যক! এমতাবস্থায় আমাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই(সম্পদ) যা দিয়ে অপারেশন সম্ভব!! হুজুর এমতাবস্থায়, আমি কি সুদের উপর টাকা নিয়ে অপারেশন করাতে পারব? (যেহেতু সুদ মুক্ত সাহায্য আমাদের সমাজে পাওয়া দুষ্কর)….