আসসালামুয়ালাইকুম শায়েখ। শায়েখ আমি গত কয়েকদিন আগে বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ। আমার স্ত্রীর নাক ফুটা করা নাই, তার ইচ্ছা সে নাক ফুটা করবেনা। সে টিপ নাকফুল পরতে চায়। কিন্তু আমার পরিবার সেটা মানতে চাচ্ছেনা। তারা নানাভাবে তাকে প্রেসার দিচ্ছে নাকফুটা করার জন্য। আবার তারা এটাও বলে যে, নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হয়। এখন আমার প্রশ্ন হলো, ইসলামে কি নাক ফুটা করা বা নাকফুল না পরলে স্বামীর অমঙ্গল হবে এরকম কোনো বিধান আছে কি? নাকফুল পরা কি বাধ্যতামুলক?