আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4758

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 8 ফেব্রু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
আমি প্রায় আড়াই বছর ধরে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছি । শুরুতে মেয়েটি আমায় সাড়া দেয়নি এই বলে যে বিবাহ ছাড়া সম্পর্ক হারাম কিন্তু আমি ওকে একরকমের রাজি করিয়েছি। এখন আমি চাচ্ছি এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে এসে বিবাহ করতে কিন্তু কোভিড-১৯ এর জন্য আমার গ্রাগুয়েশন শেষ করে চাকরি পেতে কমপক্ষে ৩ বছর সময় লাগবে । তাই বিবাহ না হওয়া পর্যন্ত আমরা কোন যোগাযোগ রাখবো না এমন টা বলায় মেয়েটি বলে শুরুতে সে এই কথা ই আমায় বুঝাতে চেয়েছে কিন্তু আমি বুঝতে চাইনি তাই সে মানতে রাজি না। আর আমাদের দুজনার পরিবারের পরিস্থিতি অনুকুলে নেই যে আমাদের বিবাহের কথা তাদের জানাব। এই পরিস্থিতিতে ইসলামের আলোকে নিজেকে পাপ থেকে বাঁচানোর জন্য আমার কী করণীয় রয়েছে, মেহেরবানী করে আমায় জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পাপ থেকে বাঁচার উপায় দুটো। সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করতে হবে, কোন ধরণের যোগাযোগ রাখা যাবে না। দুই. বিবাহ করতে হবে। এর বাইরে পাপ থেকে বাঁচার কোন পথ নেই। সুতরাং আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে দ্রুত পাপ থেকে বের হওয়ার উপায় খুঁজে বের করুন।