আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4753

সালাত

প্রকাশকাল: 3 ফেব্রু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হল, যোহরের ওয়াক্ত কখন শেষ হয়? আমি গত ২২ শে সেপ্টেম্বর ৩: ৪৭ মিনিটে যোহরের ওয়াক্ত আছে ভেবে কাযার নিয়ত না করেই নামাযটা পড়ে ফেলেছি। এখন কি আমাকে আবার নামাযটা পড়তে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আসরের ওয়াক্ত শুরু হলে যোহরের ওয়াক্ত শেষ হয়। উক্ত নামায আপনাকে পূনরায় পড়তে হবে না।