আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4750

সালাত

প্রকাশকাল: 31 জানু. 2019

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। ১. প্রশ্ন হলো, ইমাম সাহেবের সাথে জামাতবদ্ধ অবস্থায় দাঁড়ালেও আমার সানা পড়া শেষ হওয়ার পূর্বেই ইমাম সাহেব সূরা তেলাওয়াত শুরু করেন। তখন আমি কি সানা পড়া শেষ করবো নাকি সানা যতটুকু পড়েছি সেখানেই থেমে গিয়ে ইমাম সাহেবের তিলাওয়াত শুনবো?
২. আবার অনেক সময়, ইমাম সাহেবের তিলাওয়াতরত অবস্থায় জামাতে শরিক হলে মুক্তাদির সানা পড়া লাগবে কিনা জানালে উপকৃত হবো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেবের তিলাওয়াতরত অবস্থায় জামাতে শরিক হলে মুক্তাদির সানা পড়া লাগবে না।আর শুরুতে দাঁড়ালে একটু দ্রুত আপনি সানা পড়বেন। আর যদি সম্ভব না হয় তাহলে ইমাম সাহেব কুরআন তেলাওয়াত শুরু করলে আপনি থেমে যাবেন।