আসসালামু আলাইকুম। আমার একটি অতিব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল। একটি মেয়ের সাথে আমার ৩ বছর একটি সম্পর্কে ছিলাম।আমাদের পরিবারে জানাজানি হলে আমি এই সম্পর্ক থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেই। মেয়ের সাথে আমার সরাসরি শারিরীক কোন সম্পর্ক হয়নি কিন্তু দেখা সাক্ষাতের সময় কিছু গভীর অন্তরংগ মুহূর্ত হয়েছে। আমার বুঝ হওয়ার পর আমি আর হারাম সম্পর্কে থাকতে চাইলাম না। আমি এটাও উপলব্ধি করলাম এই সম্পর্কে আমিও খুশি না বরং ও নিজেও খুশি না। আমি যখন আলাদা হওয়ার ব্যপার টা ওকে বললাম এ অনেক অশালীন ভাষায় আমাকে গালি গালাজ করলো৷ যে আমি অন্যায় করেছি ওর সাথে, আর আমাকে অনেক বেশি বদ দোয়া করলো আমাকে কখনো মাফ করবে না। আমি আল্লহর কাছে ক্ষমা চেয়েছি কারণ আমি একটি হারাম কাজ থেকে ফিরে আসতে চেয়েছি। কিন্তু মেয়েটি আমাকে বলেছে আমি ওর সাথে অন্যায় করেছি। যতদিন ও আমাকে ক্ষমা না করবে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। কিন্তু আমি এমন একটা পরিস্থিতি তে আছি যেখানে আমি হারাম সম্পর্কে থাকতে চাইনা৷ আর চলে যাওয়ার সময় আমাকে এমন বদ দোয়া আর অশালীন ভাষায় গালিগালাজ আর ইমশনালি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। আমার বাবা মা কেও আমি বলে দিয়েছি তাদের মতের বাইরে আমি কোন কাজ করবো না৷ কিন্তু মেয়েটি আমাকে সুইসাইডাল হুমকি দেয় এবং আমাকে বদ দোয়া করতেই থাকে৷ এমন সিচুয়েশনে আমার কী করা উচিত?