আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4738

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 জানু. 2019

প্রশ্ন

আসসালামু আলাইকুম
এই মাসালাটা জানা আমার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। দয়াকরে একটু সহযোগিতা করুন। আমার এক আত্মীয় মদ পান করে নেশাগ্রস্ত হয়ে রাগান্বিত অবস্থায় তার স্ত্রীকে মারধর করে এক সাথে তিন তালাক প্রদান করেছে। যেদিন তালাক প্রদান করেছে সেদিন থেকে আজ ৬ মাস ধরে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে উনি চিকিৎসাধীন আছে। চিকিৎসা এখন শেষ পর্যায়ে এবং উনি বাসায় ফিরে আসবে। আমার প্রশ্ন হল নেশাগ্রস্ত হয়ে রাগের মাথায় দেয়া তালাক কার্যকর হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, তালাক কার্যকর হবে। তালাক তো মানুষ রাগের মাথাতেই দিয়ে থাকে। আর ঝগড়ার সময় তালাক দেয়ার বিষয়টি যেহেতু তার মাথায় ছিল সুতরাং বুঝা যাচ্ছে তার সেন্স লেস হয় নি বা জ্ঞান লোপ নি। তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, তাদের আলাদা থাকা আবশ্যক।