আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4727

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 জানু. 2019

প্রশ্ন

Assalamu alikum..আমার ভাইয়া বিবাহ করেছে। কথা ছিল প্রথমে রেজিস্ট্রি করা হবে, কারণ মেয়ের বাবা ঢাকায় ছিল এবং তিনি ১ মাস এর আগে আসবে না। পরে যখন রেজিস্ট্রি করতে যাওয়া হয় তখন রেজিস্ট্রি করার পর মেয়ের আপন নানা তার জামাইয়ের কাছে অনুমতি নিয়ে বিবাহ পরিয়েছে। মেয়ের বাবাও অনুমতি দিয়েছে। প্রশ্ন হলো বিবাহ কি শুদ্ধ হয়েছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ পড়ালে বিবাহ শুদ্ধ হয়েছে। বিবাহ শুদ্ধ হওয়ার জন্য মেয়ের বাবার উপস্থিতি জরুরী নয়।