Assalamu alikum..আমার ভাইয়া বিবাহ করেছে। কথা ছিল প্রথমে রেজিস্ট্রি করা হবে, কারণ মেয়ের বাবা ঢাকায় ছিল এবং তিনি ১ মাস এর আগে আসবে না। পরে যখন রেজিস্ট্রি করতে যাওয়া হয় তখন রেজিস্ট্রি করার পর মেয়ের আপন নানা তার জামাইয়ের কাছে অনুমতি নিয়ে বিবাহ পরিয়েছে। মেয়ের বাবাও অনুমতি দিয়েছে। প্রশ্ন হলো বিবাহ কি শুদ্ধ হয়েছে?