আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4726

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 জানু. 2019

প্রশ্ন

ইমামের পিছনে সূরা ফাতেহা কিভাবে পড়ব, যদি পড়তে যাই তাহলে শুনা হয়না এবং আমিন কিভাবে বলব যেহেতু মুসলিম শরিফের হাদিসে আছে আমিন বলতে ইমামের পড়া শেষ হলে

উত্তর

ইমাম সাহেব যখন শব্দ করে পড়ে তখন শুধু শুনবেন, পড়বেন না, তাহলে আপনাকে আর কোন সমস্যাই পড়তে হবে না।