আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4722

বিবাহ-তালাক

প্রকাশকাল: 3 জানু. 2019

প্রশ্ন

একবোনের প্রশ্ন-আস সালামু আলাইকুম, আমার স্বামী মারা গেছেন। ভরণপোষণ বহন করে আমার একমাত্র ছেলে। আমার ছেলে হারাম(মাদকদ্রব্য) পথে টাকা উপার্জন করে- সেই টাকা দিয়ে তার পিতার রেখে যাওয়া সম্পত্তিতে বিভিন্ন ফলের বাগান করেছে। আমরা তো জানি হারাম উপার্জন থেকে দান কবুল হয়না। এখানে তার হারাম উপার্জন এর টাকা, হালাল জমিতে বিনিয়োগ করে যে ফসল উৎপাদন করা হয়েছে। এক্ষেত্রে, সেই ফসলের বিক্রয়লব্ধ টাকার বিধান কি হবে? সেখান থেকে কি দান-সাদাকাহ করা যাবে? এমতবস্থায় আমার করণীয় কি? (ছেলে বলেছে, সে আর হারাম উপার্জন করেনা, করবে না। )

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হারাম টাকা বিনিয়োগের মাধ্যমে যে লাভ হবে সেটা হারাম হিসেবেই গণ্য হবে। হারাম টাকা দান সদকাতে কোন সওয়াব নেই, বরং সওয়াবের আশা করলে গুনাহ হবে। সুতরাং যে পরিমান টাকা হারাম উপর্জন করেছে তা সওয়াবের নিয়ত ছাড়া গরীব মানুষদেরকে দিয়ে দিবে। আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তারপর হালাল উপার্জন থেকে দান করবে, বাবা-মা আত্নীয়স্বজনদের দেখেশোনা করবে।