একবোনের প্রশ্ন-আস সালামু আলাইকুম, আমার স্বামী মারা গেছেন। ভরণপোষণ বহন করে আমার একমাত্র ছেলে। আমার ছেলে হারাম(মাদকদ্রব্য) পথে টাকা উপার্জন করে- সেই টাকা দিয়ে তার পিতার রেখে যাওয়া সম্পত্তিতে বিভিন্ন ফলের বাগান করেছে। আমরা তো জানি হারাম উপার্জন থেকে দান কবুল হয়না। এখানে তার হারাম উপার্জন এর টাকা, হালাল জমিতে বিনিয়োগ করে যে ফসল উৎপাদন করা হয়েছে। এক্ষেত্রে, সেই ফসলের বিক্রয়লব্ধ টাকার বিধান কি হবে? সেখান থেকে কি দান-সাদাকাহ করা যাবে? এমতবস্থায় আমার করণীয় কি? (ছেলে বলেছে, সে আর হারাম উপার্জন করেনা, করবে না। )