আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4721

বিবিধ

প্রকাশকাল: 2 জানু. 2019

প্রশ্ন

পারিবারিক ভাবে আমার বিয়ের জন্য একটা মেয়ে দেখেছেন সবাই তা পছন্দ করেছেন আমিও পছন্দ করেছি । সমস্যাটা হচ্ছে এখন আমরা পারিবারিক ভাবে বেশ কিছু দেনা আছি তাই মেয়েকে নাকফুল পরিয়ে রাখতে চাচ্ছেন আমার পরিবার। এই নাকফুল পরানো কি ইসলাম সমর্থন করে? আর আমি বর্তমানে সর্ব নিম্ন কত টাকা দেন মহর করতে পারবো।

উত্তর

নাক ফুল পরিয়ে রাখা একটি অযথা কাজ। বিয়ে করার ইচ্ছা থাকলে বিয়ে করতে হবে। নাক ফুল পরানো কিছুতেই বিয়ের অঙ্গিকার হতে পারে না। এই ধরণের আজগুবি কাজ পরিহার করা আবশ্যক।