আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4711

অর্থনৈতিক

প্রকাশকাল: 23 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আসা করি ভালো আছেন, আমি একটা কম্পানিকে টাকা দিয়েছি, ওরা মোটরবাইক দিবে বাজার থেকে কম দামে। ওরা কম দামে দিতে পারে কারন ওরা এক বারে অনেক বাইক কিনে। তো সেখানে লেখা ছিলো যদি কোন কারনে ৪৫ দিনের ভেতর বাইক না দিতে পারে তবে ওরা চেক দিবে যা দিয়ে আমি বাজার থেকে বাইক কিনে নিতে পারবো। এখন আমি তো ওদের যা টাকা দিয়েছি তার থেকে বেশি টাকা ওরা আমাকে দিবে। কারন খুচরা দোকানে বাইকের দাম বেশি। এখন এই বেশি টাকা কি আমার জন্য সুদ হবে? দয়া করা উত্তর দিবেন প্লিজ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সুদ হবে। টাকার বিনিময়ে টাকা কম-বেশী করা যাবে না। ওরা যদি বেশী টাকা দিতে চাই, তাহলে সেই টাকা দিয়ে বাইকই কিনে দিবে, নগদ টাকা আপনি বেশী করে নিতে পারবেন না।