আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 4707

সালাত

প্রকাশকাল: 19 ডিসে. 2018

প্রশ্ন

আসসালামুওয়ালাইকুম, জামাআতে আসরের সালাতে ইমাম তৃতীয় রাকাআত এর পরে তাকবির দিয়ে বসে পড়েছেন। নিয়মমত মুক্তাদীরা তাকবীর দিয়েছেন। ইমাম উঠে দাঁড়িয়েছেন,সালাত সম্পন্ন করেছেন,কিন্তু কোনো সাহূ সিজদাহ্ দেননি। সালাহ কি শুুদ্ধ হয়েছে?
না হলে এমতাবস্থায় ইমামের পেছনে মুক্তাদির করণীয় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, সালাত শুদ্ধ হয়েছে।